নীলফামারীর উত্তরা ইপিজেডে বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হাবিব নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, উত্তরা ইপিজেডের 'এভারগ্রীণ' নামক একটি পরচুলা তৈরির কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গত তিনদিন ধরে আন্দোলন করে আসছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এর জেরে মঙ্গলবার সকালে শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে অবস্থান নিয়ে অন্য কারখানার শ্রমিকদের প্রবেশে বাধা দেন। এতে নীলফামারী-সৈয়দপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে হাবিব নামের ওই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
ডিবিসি/পিআরএএন