আন্তর্জাতিক, আমেরিকা

নীল নদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নীল নদের পানি বণ্টন নিয়ে দীর্ঘ দিন ধরে চলা মিশর ও ইথিওপিয়ার মধ্যকার বিরোধ নিরসনে নতুন করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৬ জানুয়ারি) মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প এই বার্তা দেন। পরবর্তীতে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ (Truth Social) চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নীল নদের পানি ভাগাভাগি নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে চলমান বিরোধের একটি দায়িত্বশীল ও স্থায়ী সমাধান নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা পুনরায় শুরু করতে আমি সম্পূর্ণ প্রস্তুত।

 

মূলত, এ বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইথিওপিয়ার নীল নদের একটি প্রধান উপনদীতে নির্মিত ‘গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম’ (GERD)। প্রায় ৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এবং গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা এই বিশাল বাঁধটি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

 

ইথিওপিয়া তাদের ১২০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার অর্থনৈতিক উন্নয়ন ও বিদ্যুতের চাহিদা মেটাতে এই বাঁধটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। তবে, ভাটির দেশ মিশর মনে করে যে, এই বাঁধটি আন্তর্জাতিক নদী আইনের লঙ্ঘন। মিশরের শঙ্কা, এই বাঁধের কারণে তাদের দেশে পানির প্রবাহ কমে যাবে, যার ফলে দেশটি ভয়াবহ খরা এবং একইসাথে বন্যার ঝুঁকির মুখে পড়তে পারে। যদিও ইথিওপিয়া শুরু থেকেই মিশরের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

 

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার মিশরের প্রেসিডেন্ট আল-সিসির নেতৃত্বের প্রশংসা করেছেন। গত অক্টোবরে গাজা সংকট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সময় কায়রো সফরে গিয়ে তিনি সিসির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিলেন। সে সময়ও তিনি নীল নদের পানি ইস্যুতে মিশরের উদ্বেগের প্রতি সহমত জানিয়েছিলেন। ট্রাম্পের এই নতুন চিঠি দুই দেশের মধ্যকার অচলাবস্থা নিরসনে নতুন কোনো পথ দেখায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন