বাংলাদেশ, রাজনীতি

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ ০১:০২:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মির্জা ফখরুল প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে যান। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

 

এসময় তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান।

 

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের সময় আহত হন নুরুল হক নুর। সংঘর্ষ চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে তিনি গুরুতর আঘাত পান। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

 

অন্যদিকে, দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকেও দেখতে যান বিএনপি মহাসচিব।

 

গতকাল সোমবার রাতে লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা ফখরুল তার দ্রুত সুস্থতা কামনা করেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন