বাংলাদেশ, রাজনীতি

নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারেক রহমান

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে আগস্ট ২০২৫ ০৭:৪১:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে এই নিন্দা জানান। তারা এই ঘটনাকে ন্যক্কারজনক হিসেবে অভিহিত করে নুরের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

শুক্রবার (২৯শে আগস্ট) মধ্যরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ নিন্দা জ্ঞাপন করেন। তিনি বলেন, "বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন।"

 

তিনি আরও বলেন, ‘সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যে আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতন্ত্রের পথ থেকে আমাদের দূরে ঠেলে না দেয়। গণতন্ত্রপন্থী অংশীজনরা, যার মধ্যে বিএনপি ও তার মিত্ররাও রয়েছে, তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে।’

 

অন্যদিকে, শুক্রবার (২৯শে আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

 

তিনি বলেন, "গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা ব্যাহত করে এমন কোনো কাজ সমর্থন করে না।"

 

মির্জা ফখরুল আহত নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন