আন্তর্জাতিক

নেতানিয়াহুর ওপর আস্থা নেই, যুদ্ধ থামাতে ট্রাম্পের দিকেই তাকিয়ে তেল আবিবের বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৫ই অক্টোবর ২০২৫ ১২:৪০:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর চাপ বাড়াতে তেল আবিবের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। শনিবার (৪ঠা অক্টোবর) রাতে অনুষ্ঠিত এই বিক্ষোভে নেতানিয়াহু সরকারের প্রতি গভীর অনাস্থা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা যুদ্ধ অবসানের দাবিতে স্লোগান দেন এবং বন্দীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। তাদের অনেকেই নেতানিয়াহুর উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, আশঙ্কা করছেন যে তিনি তার রাজনৈতিক স্বার্থে এই চুক্তিকে নস্যাৎ করে দিতে পারেন, যেমনটি আগেও হয়েছে।

 

তেল আবিবের একজন বিক্ষোভকারী গিল শেলি বলেন, 'আমরা অপহৃতদের মুক্তির জন্য উদ্বিগ্ন। আমরা যুদ্ধ বন্ধ করার জন্য উদ্বিগ্ন... নেতানিয়াহুর ওপর আমাদের কোনও আস্থা নেই। কিন্তু এই মুহূর্তে বিশ্বের সমস্ত বিশ্বাস আমাদের ট্রাম্পের উপর রয়েছে।'

 

তিনি আরও যোগ করেন, 'কয়েক মাস পর এই প্রথম আমি সত্যিই আশাবাদী। আশা করি ট্রাম্প এখন বুঝতে পেরেছেন যে নেতানিয়াহু কেবল এই যুদ্ধ চালিয়ে যেতে চান, যাতে তিনি জেল থেকে বাঁচতে এবং প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করে যেতে পারেন।'

 

বিক্ষোভকারীদের এই অনাস্থা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির গভীর বিভাজনকেই তুলে ধরেছে, যেখানে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে এবং বহু নাগরিক এখন সমাধানের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছেন।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন