ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোনো যুদ্ধবিরতিতে আগ্রহী নন এবং তার মূল লক্ষ্য হলো ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করে গাজাকে একটি ‘জনশূন্য ভূমিতে’ পরিণত করা। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আদনান হায়াজনেহ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন।
অধ্যাপক হায়াজনেহ বলেন, "বন্দীদের মুক্তি পাওয়ার পর যুদ্ধবিরতি অব্যাহত থাকবে—এমন কোনো আশা নেই।" তার মতে, সকল বন্দী মুক্তি পাওয়ার সাথে সাথেই ইসরায়েল "ফিলিস্তিনিদের হত্যা করার পুরোনো খেলায়" ফিরে যাবে।
তিনি বলেন, "আমার মনে হয়, ইসরায়েল যা চায় তা পরিষ্কার... তারা এমন একটি ভূমি চায় যেখানে কোনো মানুষ থাকবে না... তাই ফিলিস্তিনিদের সামনে তিনটি পথ খোলা রাখা হয়েছে: অনাহারে মৃত্যুবরণ করা, নিহত হওয়া অথবা দেশত্যাগ করা।"
তার মতে, ইসরায়েলের আগ্রহ শুধুমাত্র ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করার স্বল্পমেয়াদী লক্ষ্যে সীমাবদ্ধ। অন্যদিকে, ফিলিস্তিনি এবং হামাস একটি সামগ্রিক যুদ্ধবিরতি, হত্যাকাণ্ড বন্ধ এবং সংঘাতের স্থায়ী অবসানে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ