বাংলাদেশ, জেলার সংবাদ

নেত্রকোণায় শিলা বৃষ্টিতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে এপ্রিল ২০২৫ ১০:৪৬:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শিলাবৃষ্টিতে ঘরবা্ড়ি শাক,সবজি ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কলমাকান্দার লেঙ্গুরা ও খারনৈ ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামে ঝড় ও শিলাবৃষ্টির ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার রাত ২টার দিকে হঠাৎ করে ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় উপজেলার লেঙ্গুরা ও খারনৈ ইউনিয়নের বেশ কিছু গ্রামে শিলাবৃষ্টি হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ফসল, শাক-সবজি খেত, আম ও লিচুর ক্ষতির পাশাপাশি বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে বাড়িঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। বেশি ক্ষতি হয়েছে খারনৈ, গোড়াগাঁও, বাউসাম, চৈতানগর, উত্তর রাণীগাও, গোবিন্দপুর, সুন্দরীঘাট,  রাণীগাঁও, বিশ্বনাথপুর, লক্ষ্মীপুরসহ ২১টি গ্রামে।

 

 

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কৃষকরা কয়েক দিন ধরে ফসল কাটতে শুরু করেছেন। কিন্তু শুক্রবার রাতে মাত্র ৩০ মিনিটের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়ে গেছে। অনেক কৃষক ঋণ করে খেতে ধান আবাদ করেছিলেন। শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় তারা এখন হতাশায় ভুগছেন।

 

কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কলমাকান্দায় এবার ২১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো ফসলের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে দুটি ইউনিয়নের প্রায় তিন হাজার কৃষকের ১ হাজার হেক্টর জমির বোরো ফসল শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে। এ ছাড়া ২৫ হেক্টর সবজি খেত ক্ষতি হয়। এতে প্রায় ৬০ লক্ষ  টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন