নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে ইছাক (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪শে জুলাই) সকালে উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইছাক গাভারকান্দা গ্রামের ফজু রহমানের ছেলে এবং গাভারকান্দা হাফিজিয়া মাদরাসার ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৪শে জুলাই) সকালে ইছাক বাড়ীর সামনের জমি হইতে কচুর লতি তুলতে যায়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরে আকস্মিক বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলে তার মুত্যু হয়।
বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, আসমা ইউনিয়নে গাভারকান্দা গ্রামে বজ্রপাতে শিশু নিহতের ঘটনাটি আমি শুনেছি। খুবই হৃদয় বিদারক ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
ডিবিসি/জেআরওয়াই