বাংলাদেশ, জেলার সংবাদ

নেত্রকোনায় শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ ১৭ জন আহত

নেত্রকোনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে জুলাই ২০২৫ ০৬:৪০:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। বুধবার (২৩শে জুলাই) রাত সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে এই ঘটনা ঘটে। আহত সকলেই চানগাঁও গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীরা জানান, বুধবার রাতে গরমের কারণে তারা ঘরের বাইরে বসে ছিলেন। এসময় হঠাৎ একটি শিয়াল এসে অতর্কিতে তাদের ওপর আক্রমণ করে এবং হাত-পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। প্রায় আধা ঘণ্টার মধ্যে শিয়ালটি গ্রামের শিশুসহ অন্তত ১৭ জনকে কামড় দেয়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

আহতদের মধ্যে শিফা আক্তার, সালমা আক্তার, তন্না আক্তার, মোরসালিন, জেসমিন আক্তার, এরশাদ মিয়া, শামীম মিয়া, আঙ্গুর মিয়া, তাইজুল ইসলাম, আসব আলী, মারিয়া আক্তার, লিজা আক্তার, আবির মিয়া ও কাইয়ুম মিয়াসহ ১৫ জন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্বাস আলী জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে শিয়ালের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসতে শুরু করেন এবং তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

এ বিষয়ে মদন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী বলেন, দুটি প্রধান কারণে শিয়াল আক্রমণ করতে পারে। কেউ আঘাত করলে অথবা খাদ্যসংকটের কারণে। বর্তমানে শিয়ালের খাবারের অভাব দেখা দেওয়ায় ক্ষুধার্ত অবস্থায় লোকালয়ে এসে মানুষের ওপর আক্রমণ করতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি এলাকাবাসীকে সতর্ক থাকার এবং আহতদের যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন