নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেও দেশটিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সব সদস্য নিরাপদে আছেন। দলের ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে জামাল ভূঁইয়ারা বর্তমানে কাঠমান্ডুর একটি হোটেলে অবস্থান করছেন।
সোমবার (৮ই সেপ্টেম্বর) নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে 'জেন-জি' প্রজন্মের বিক্ষোভ সহিংস রূপ নেয়। রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারিসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির কারণে স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে তীব্র শঙ্কা দেখা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ দলের আজকের অনুশীলনও বাতিল করা হয়েছে।
ডিবিসি/পিআরএএন