আন্তর্জাতিক, এশিয়া

নেপালে বিক্ষোভে সহিংসতাকারীদের আইনের আওতায় আনা হবে: সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৫ ১০:৫০:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি জানিয়েছেন, গত সপ্তাহে দেশটিতে 'জেন জি' আন্দোলন চলাকালে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। রবিবার (১৪ই সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণের পর সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিক্ষোভের নামে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো ঘটনা দেশের বিরুদ্ধে একটি ফৌজদারি অপরাধ। তিনি বলেন, ‘বিক্ষোভের নামে যা ঘটেছে, তা দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে, যা ষড়যন্ত্রের প্রশ্ন তুলেছে।’

 

তিনি নিশ্চিত করেন যে, সরকারি স্থাপনা যেমন— সিংহ দরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্টের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক চত্বর এবং ব্যক্তিগত সম্পত্তিতে চালানো ভাঙচুরের ঘটনার পূর্ণ তদন্ত করা হবে। কারকি বলেন, ‘এই অপরাধমূলক কাজের অবশ্যই তদন্ত করতে হবে এবং সত্য জনসমক্ষে প্রকাশ করতে হবে, এবং এর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।’

 

শুক্রবার (১২ই সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন সুশীলা কারকি। দায়িত্ব নিয়েই তিনি বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ত্রাণ সহায়তার ঘোষণা দেন এবং তার সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

দেশের অর্থনীতিকে সচল করার জন্য ইতিবাচক মনোভাব নিয়ে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশকে সঠিক পথে চালিত করার জন্য আমাদের সম্মিলিত অঙ্গীকার প্রয়োজন।’

 

সূত্র: কাঠমান্ডু পোস্ট

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন