আন্তর্জাতিক, আমেরিকা

নোবেল না দেয়ায় এখন আর আমি শান্তির কথা ভাবতে বাধ্য নই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহার স্টোরেকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন যে, তিনি আন্তর্জাতিক শান্তির বিষয়ে ভাবতে আর বাধ্য নন। ইস্তাম্বুল থেকে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় তিনি এই মনোভাব প্রকাশ করেছেন।

চিঠিতে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন, ৮টির বেশি যুদ্ধ থামানোর পরেও নরওয়ে তাকে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তাই তিনি এখন আর নিজেকে কেবল শান্তিরক্ষার দায়ে আবদ্ধ মনে করেন না, বরং এখন থেকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য যা কিছু ভালো এবং সঠিক, সেদিকেই মনোনিবেশ করবেন।

 

একই বার্তায় ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি যুক্তি দেখান যে, ডেনমার্কের পক্ষে রাশিয়া বা চীন থেকে এই বিশাল দ্বীপটিকে রক্ষা করা সম্ভব নয় এবং গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়া বিশ্ব নিরাপদ থাকতে পারে না। মূলত, নরওয়ে ও ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক পরিকল্পনার বিরোধিতা করে ট্রাম্পকে আলোচনার অনুরোধ জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিল, যার জবাবেই ট্রাম্প এই কড়া চিঠিটি দেন।

 

এর জেরে ট্রাম্প ঘোষণা করেছেন যে, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার কারণে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা জুনে বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে। নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরে অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গ্রিনল্যান্ড ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশ এবং এ বিষয়ে তারা ডেনমার্ককে পূর্ণ সমর্থন করেন। 

 

নোবেল পুরস্কার প্রসঙ্গে তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন যে, এই পুরস্কার প্রদান করে একটি স্বাধীন কমিটি, এতে নরওয়ে সরকারের কোনো হাত নেই। আক্রান্ত আটটি ইউরোপীয় দেশ যৌথ বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি
 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন