আন্তর্জাতিক, আমেরিকা

নোবেল পুরস্কার নিতে দেশ ছাড়লেই পলাতক বিবেচিত হবেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এবং সদ্য শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো যদি পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের উদ্দেশে দেশ ত্যাগ করেন, তবে তাকে ‘পলাতক’ হিসেবে বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব এই হুঁশিয়ারি দেন।

 

অ্যাটর্নি জেনারেলের দাবি, মাচাদো গ্রেপ্তার এড়াতে বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ‘কূটকৌশল, ঘৃণা ছড়ানো এবং সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডে’ লিপ্ত থাকার গুরুতর অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তিনি ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েনের পক্ষে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তারেক উইলিয়াম সাব।

 

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে ‘মাদকবাহী’ নৌযানগুলো লক্ষ্য করে বিশেষ সামরিক অভিযান পরিচালনা শুরু করেছে। এই অভিযানে এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই ভেনেজুয়েলার নাগরিক। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক কার্টেলের প্রধান হিসেবে অভিযুক্ত করেছে।

 

এর পাল্টা জবাবে মাদুরো অভিযোগ করেছেন যে, ট্রাম্প মূলত ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধের উস্কানি দিচ্ছেন। তবে মাদুরো এও জানিয়েছেন, তিনি সংকট নিরসনে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত।

 

এদিকে, ৫৮ বছর বয়সী মাচাদো ভেনেজুয়েলার সেনাবাহিনীকে মাদুরো সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। গত মঙ্গলবার (১৮ই নভেম্বর) ‘স্বাধীনতার মেনিফেস্টো’ শিরোনামে প্রকাশিত এক ভিডিওতে তিনি মাদুরোবিরোধী ভেনেজুয়েলার রূপরেখা তুলে ধরেন এবং জনগণকে সরকার উৎখাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাচাদো দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে আসছেন।

 

উল্লেখ্য, স্বৈরাচার থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ গত অক্টোবর মাসে মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে নোবেল কমিটি। তবে বর্তমান পরিস্থিতিতে পুরস্কার নিতে তার বিদেশ যাওয়া নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা ও সরকারের কঠোর হুঁশিয়ারি।

 

তথ্যসূত্র: বিবিসি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন