বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

নোয়াখালীতে একই আসনে ভিন্ন দলের হয়ে নির্বাচন করছেন হান্নান মাসউদ ও তার বাবা

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে এলাকাবাসী। একই আসনে ভিন্ন রাজনৈতিক দল ও প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা ও ছেলে। বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) হয়ে ‘একতারা’ প্রতীকে এবং ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

সোমবার (২৯শে ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বাবা ও ছেলে উভয়েই। পিতা-পুত্রের এই মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। 

 

কেউ একে নবীন ও প্রবীণের প্রতীকী লড়াই হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক শক্তি প্রদর্শনের কৌশল মনে করছেন। স্থানীয় বিশ্লেষকদের মতে, একই পরিবার থেকে একাধিক প্রার্থীর অংশগ্রহণ মূলত ভোটকেন্দ্রভিত্তিক প্রভাব বিস্তার এবং অধিক এজেন্ট নিয়োগের মাধ্যমে মাঠের নিয়ন্ত্রণ বজায় রাখার একটি সুপরিকল্পিত কৌশল।

 

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকলেও ভোটের রাজনীতিতে একেবারে নতুন। বাবা একজন প্রবীণ ও অভিজ্ঞ মানুষ হওয়ায় তার মনোনয়নপত্র দাখিলকে তিনি উৎসাহিত করেছেন এবং বাবার কাছ থেকে নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

জানা গেছে, নোয়াখালী-৬ আসনে এবার মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বাবা-ছেলে ছাড়াও এই আসনে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। 

 

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ৩০শে ডিসেম্বর থেকে ৪ই জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি এবং ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২শে জানুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা চলবে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন