নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। ৪৮৫ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।
এর আগে, সম্মেলনকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ হয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলাবাহিনী।
পরে দুপুর আড়াইটা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।