উৎপাদন মৌসুম শুরু হলেও ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কক্সবাজারের লবণ চাষিরা এবার চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।
চাষিদের অভিযোগ, উৎপাদন খরচের চেয়ে কম দামে লবণ বিক্রি করতে বাধ্য হওয়ায় তারা চরম লোকসানের মুখে পড়ছেন। সিন্ডিকেট বাণিজ্য এবং বিদেশ থেকে খাবার লবণ আমদানির কারণেই দেশের এই সম্ভাবনাময় শিল্পটি হুমকির মুখে পড়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
প্রতিবছর আবহাওয়ার ওপর নির্ভর করে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত চলে লবণ উৎপাদন। গত মৌসুমে বিরূপ আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে ৩ লাখ মেট্রিক টন কম উৎপাদন হয়েছিল। তবুও বর্তমানে ৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। চলতি অর্থবছরে ২৭ লাখ ১৫ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও, লোকসানের ভয়ে অনেক চাষি মাঠে নামতে সাহস পাচ্ছেন না।
বিসিকের উপ-পরিচালক জাফর ইকবাল ভূঁইয়া জানিয়েছেন, আধুনিক পদ্ধতিতে চাষ ও ন্যায্যমূল্য নিশ্চিতে তারা কাজ করছেন। অন্যদিকে শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, প্রান্তিক চাষিদের সমস্যা সমাধানে মন্ত্রণালয় নানা উদ্যোগ নিচ্ছে। উল্লেখ্য, এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ লাখ মানুষের জীবিকা জড়িত।
ডিবিসি/আরএসএল