খেলাধুলা, অন্যান্য খেলা

নয়াদিল্লি শুটিং ওয়ার্ল্ডকাপ সামনে রেখে সাত শুটারের ক্যাম্প 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে ফেব্রুয়ারি ২০২১ ০৩:২৯:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিল্লিতে আইএসএসএফ শুটিং ওয়ার্ল্ডকাপ সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতি শুরু বাংলাদেশের সাত শুটারের।

দেশি কোচের অধীনে শুটিং স্পোর্ট ফেডারেশনে শুরু হয়েছে ক্যাম্প। ১৮ই মার্চ থেকে শুরু হবে নয়াদিল্লির আসর। 

করোনাকালে বেশ কয়েকটি ভার্চুয়াল আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিলেও খুব একটা ভালো ফলাফল আসেনি। এবার দিল্লি ওয়ার্ল্ডকাপের পদকের টার্গেট বাকি, শাকিলদের।

এয়ার রাইফেলে বাকি, রিসালাত, মুন্না, দিশা, রিতিকা আর এয়ার পিস্তলে আরমিন আশা, শাকিল আহমেদ প্রস্তত হচ্ছেন নিশানা ভেদে। ১৮ মার্চ থেকে শুরু হবে নয়াদিল্লির আসর। 

আরও পড়ুন