বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিএনপি ঘোষিত সমাবেশে যোগ দিতে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে একটি মিছিল নয়াপল্টন কার্যালয়ের সামনে আসে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি বলেন, কয়েক হাজার ছাত্রদল নেতাকর্মী ইতোমধ্যে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। তারা খালেদা জিয়ার মুক্তি ও আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ৩টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। তবে অনুমতি মিলেনি এখনও।
এদিকে, বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, কিছু নেতাকর্মী বসে ও দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সড়কে যাতে যান চলাচলে বিঘ্ন না হয় সেজন্য পুলিশ নেতাকর্মীদের ঘিরে দাঁড়িয়ে আছে।