বিবিধ, প্রবাস

পচা মাছের দুর্গন্ধ, যাত্রীসহ বিমান আটকে ছিল ৪ ঘণ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে জুলাই ২০২৫ ০১:৪৫:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফ্লাইটে দুর্গন্ধযুক্ত খাবার ও পচা মাছের গন্ধের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম রুটের একটি ফ্লাইট অন্তত চার ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড্ডয়নের অনুমতি পেয়েছে।

গত মঙ্গলবার (২৯শে জুলাই) রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিজি ৩৫৫ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ার কথা থাকলেও সেটি রাত সোয়া ১১টায় উড্ডয়নের অনুমতি দেয় রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই সময় যাত্রীরা উড়োজাহাজের ভেতর আটকে থাকেন।


বিলম্বের কারণ নিয়ে জানা গেছে, ফ্লাইটটি মঙ্গলবার সকালে ঢাকা থেকে রোমে যাওয়ার সময় একাধিক যাত্রী তাদের লাগেজে রান্না করা খাবার ও কাঁচা মাছ নিয়ে যান। ওইদিন ৯ ঘণ্টা পর উড়োজাহাজটি রোমে পৌঁছলে সেই খাবার ও মাছে পচন ধরে দুর্গন্ধ ছড়ায়।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম বিমানবন্দরে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নজরদারির অভাবে পচন ধরা সেই পণ্যবোঝাই লাগেজ কার্গো হোল্ড থেকে নামিয়ে বেল্টে দেওয়া হয়। এতে অন্য এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজে বিমানযাত্রীদের রান্না করা খাবারের তেল ও মাছের পানি লেগে যায়। পাশাপাশি বেল্টের আশপাশে দুর্গন্ধও ছড়ায়।

 

ততক্ষণে ঢাকামুখী যাত্রীরা উড়োজাহাজে উঠে বসেন। সেই দুর্গন্ধ ছড়ায় পুরো উড়োজাহাজে। এ নিয়ে ঝামেলার সৃষ্টি হলে ফ্লাইটে বিলম্ব ঘটে।

 

বিমানের রোম স্টেশনের কর্মীদের সূত্র জানায়, ওই ঘটনার পর ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট উড়োজাহাজের কার্গো হোল্ড পরিদর্শন করে রান্না করা খাবারের ঝোলসহ পচনশীল নানা ধরনের খাবারের উৎস খুঁজে পায়। পরে উড়োজাহাজে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে চার ঘণ্টা পর উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।


 

এ বিষয়ে রোমে ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হুসাইন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে বিজি ৩৫৫ ফ্লাইটে ঢাকা থেকে ফিউমিচিনো এয়ারপোর্টে আসার সময় বাংলাদেশি যাত্রীদের লাগেজে কিছু পচনশীল খাবার পাওয়া যায়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ আগত যাত্রীদের লাগেজ নিয়ে তদন্ত করে। এ কারণেই ফ্লাইট বিলম্বিত হয়েছে।

 

রোমে দায়িত্বরত বিমানকর্মীদের সূত্র জানায়, ওই ফ্লাইটে এক যাত্রীর লাগেজেই কাঁচা ১১টি ইলিশ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে।

 

এদিকে ঢাকায় ফেরার পথে চার ঘণ্টা ফ্লাইট বিলম্বের কারণে ওই উড়োজাহাজের যাত্রীরাও বিড়ম্বনায় পড়েন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখান এবং উড়োজাহাজের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন