নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে তোরণ, বিলবোর্ড ও ব্যানার দেয়ায় তাকে শোকজ করা হয়েছে। এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
ডিবিসি/পিআরএএন