নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে সবার প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি দশ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত জামায়াত ও এনসিপির প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
জনসভাকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা চিনিকল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে উপস্থিত সাধারণ মানুষ আসন্ন সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
জামায়াত আমির পঞ্চগড়ে সমাবেশ শেষ করে দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
ডিবিসি/এনএসএফ