বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ডিসেম্বর ২০২৪ ০৫:৪৩:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএসএফকে প্রতিবাদলিপিও পাঠিয়েছে বিজিবি।

শুক্রবার (৬ই ডিসেম্বর) বাহিনীটির ঠাকুরগাঁও সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতের মরদেহ ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলমান রয়েছে। তাছাড়া, সীমান্তে অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন ও হত্যা বন্ধে টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

শুক্রবার (৬ই ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের শিংপাড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন আনোয়ার হোসেন। তিনি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানী এলাকার রফিকুল ইসলামের পুত্র।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন