উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় শীতের আমেজ বইছে।
ভোরের কুয়াশা ও ঘাসের ডগায জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমন। দিনের বেলা সূর্যের আলোতে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে শীতলতা নেমে আসে এবং মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ে। ঘন কুয়াশার কারণে ভোরে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে এবং মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের প্রভাব বেশি অনুভূত হবে। এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে এবং বাজারে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে।
ডিবিসি/কেএলডি