বাংলাদেশ, জেলার সংবাদ

পটুয়াখালীতে পুলিশ ফাঁড়ির পাশেই এটিএম বুথসহ তিন দোকানে চুরি

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই আগস্ট ২০২৫ ০৯:১৪:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালী সদর পুলিশ ফাঁড়ির পাশেই ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ই আগস্ট) গভীর রাতে শহরের সদর রোড এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তদের হামলায় ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন।

 

জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত সদর রোডে অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট করে ফেলে। এরপর বুথের কম্পিউটার, অর্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা যখন বুথের যন্ত্রাংশ ভাঙচুরের চেষ্টা করছিল, তখন দায়িত্বরত নিরাপত্তাকর্মী মজিবুর রহমান সিকদার (৫৫) তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ফেলে রেখে যায়।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মজিবুর রহমান সিকদারকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

একই রাতে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী আরো দুটি ব্যবসা প্রতিষ্ঠানেও হানা দেয় এবং মালামাল চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন