পটুয়াখালীর বাউফলে মাটির নিচে পুঁতে রাখা একটি সিলভারের কলস থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩রা ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নওমালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব নওমালা এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় এক মাদকসেবী ও এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন মাদকসেবী জাকির হোসেন (৩৫) এবং মাদক ব্যবসায়ী রোকেয়া বেগম (৪০)।
পুলিশ জানায়, রাতে নওমালা ইউনিয়নের আবুবক্কর নামের এক ব্যক্তির কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা কিনে ফিরছিলেন জাকির হোসেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রাম পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী আবুবক্করের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে ওই বাড়ির মাটির নিচে লুকিয়ে রাখা একটি সিলভারের কলস থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল হোতা আবুবক্কর পালিয়ে গেলেও তার স্ত্রী রোকেয়া বেগমকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।’
ডিবিসি/এনএসএফ