বাংলাদেশ, জেলার সংবাদ

পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০৭:০৬:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।

আজ শুক্রবার (১লা আগস্ট) মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।  বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেয় মুজিবনগর কোম্পানি কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র কুমার পান্ডে।

 

হস্তান্তরিত ১৭ বাংলাদেশির মধ্যে ৩ জন বাগেরহাট, ১ জন কুড়িগ্রাম, একজন যশোর জেলার এবং বাকি ১২ জন খুলনা জেলার বলে জানিয়েছে তারা। এদের মধ্যে চারজন শিশুসহ পাঁচজন নারী ও ৮ জন পুরুষ সদস্য রয়েছে। অনেকেই কাজের সন্ধানে ২০ থেকে ২৫ বছর পূর্বে ভারত গমন করেছিলেন বলে জানাচ্ছে। বাংলা ভাষা ভুলেছেন কেউ কেউ । আবার কারো জন্ম হয়েছে ভারতে।  

এরা হলেন , বাগেরহাট জেলার মোঃ নাসির (৫৬),  মোঃ মঞ্জু (৪৫) ও মোহাম্মদ ইয়াসিন (২৩)। খুলনা জেলার  বুলবুল পাটোয়ারী (৩৫),  আদনান (১০), রাজু খান (৩২), কোহিনুর (২৮), ইসরাফিল (৪),  মারিয়া (২),  ওমর (৩মাস),  রাজিয়া (৫০), আফরিন (৩০),  রফিকুল (৪২), আনসার খান (৬২), রাজু আহমেদ (২৮)। যশোর জেলার ফাতেমা (৪২), কুড়িগ্রাম জেলার বিধান বর্মন (১৯)।

 

বিজিবি জানায় হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছ। যাচাই-বাছাই শেষ এ বিষয়ে আইন অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মুজিবনগর থানা কর্তৃপক্ষ। 
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন