মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটে পদ্মার প্রবল স্রোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ইতিমধ্যে একটি জেটি নদীতে বিলীন হয়ে গেছে এবং আরেকটি জেটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। এতে যাত্রী ও লঞ্চ শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন।
পদ্মা নদীর পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতের কারণে ঘাটের পশ্চিম পাশের জেটিটি সম্পূর্ণরূপে ধসে গেছে। অন্য জেটির সামনের অংশ পানিতে তলিয়ে যাওয়ায় সেটিও যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে, পাশের ২ নম্বর ফেরিঘাটের পন্টুন ব্যবহার করে যাত্রীদের লঞ্চে ওঠানামা করানো হচ্ছে।
আরিচা নদীবন্দরের উপপরিচালক সেলিম শেখ জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় দ্রুত লঞ্চগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। লঞ্চঘাট পুনঃস্থাপন ও ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
ডিবিসি/ এএমটি