বাংলাদেশ, জেলার সংবাদ

পদ্মায় ১০০ কিলোমিটার সাঁতারে ইতিহাস গড়ার পথে মনির হোসেন

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রমত্তা পদ্মার বুকে এক অনন্য ও বিরল ইতিহাস গড়ার লক্ষ্যে অদম্য সাহসে এগিয়ে চলেছেন সাতারু মনির হোসেন। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে সাঁতরে প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে চাঁদপুরের মেঘনা মোহনায় পৌঁছানোর এক দুঃসাহসিক ও চ্যালেঞ্জিং যাত্রা শুরু করেছেন তিনি।

গতকাল (১৯শে ডিসেম্বর) সন্ধ্যায় পাটুরিয়ার ২ নম্বর ফেরিঘাট থেকে শুরু হওয়া এই বিরামহীন সাঁতার আজ রাতে শেষ হওয়ার কথা রয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব এই ব্যতিক্রমধর্মী ১০০ কিলোমিটার ম্যারাথন সাঁতার ইভেন্টের আয়োজন করেছে।

 

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো সাতারু প্রমত্তা পদ্মায় একটানা ১০০ কিলোমিটার সাঁতারের মতো কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। নদীর প্রবল স্রোত, রাতের গভীর অন্ধকার আর প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে মনির হোসেনের এই অভিযান দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায় হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

 

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র এর আগেও ‘বাংলা চ্যানেল’ সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। এই অভিযানের মাধ্যমে তিনি বিজয় দিবসকে উৎসর্গ করে দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে আনতে চান। প্রমত্তা পদ্মার বুকে এখন লেখা হচ্ছে এক সাহসী মানুষের গল্প, যা ইতিহাসের পাতায় চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন