আন্তর্জাতিক, এশিয়া

পবিত্র সিনাই পর্বতে বিলাসবহুল মেগা রিসোর্ট বানাচ্ছে মিশর!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৭ই সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৮:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিসরে অবস্থিত সিনাই পর্বত, যা হযরত মুসা (আ.)-এর পর্বত নামেও পরিচিত, বিশ্বের তিনটি প্রধান ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। বিশ্বাস করা হয়, এখানেই হযরত মুসা (আ.) মহান আল্লাহর সঙ্গে কথা বলেন এবং ঐশ্বরিক বাণী লাভ করেন। এই স্থানটি স্থানীয়ভাবে ‘জাবাল মুসা’ নামে পরিচিত।

ঐতিহ্যগতভাবে, দর্শনার্থীরা স্থানীয় বেদুইন গাইডের সহায়তায় এই পর্বতে আরোহণ করতেন এবং সূর্যোদয় উপভোগসহ বিভিন্ন পদযাত্রায় অংশ নিতেন। কিন্তু মিশর সরকার এখন এই পবিত্র ও নির্জন স্থানটিকে একটি বিলাসবহুল মেগা-রিসোর্টে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। মিশরের এমন সিদ্ধান্তে নানা বিতর্কের জন্ম নিয়েছে।

 

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই এলাকায় একটি প্রাচীন মঠ, শহর এবং পর্বত রয়েছে। বর্তমানে এই পবিত্র ভূমির চিত্র বদলে যাচ্ছে। সেখানে বিলাসবহুল হোটেল, ভিলা এবং শপিং মল নির্মাণের কাজ চলছে। এই উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় বেদুইন সম্প্রদায়ের ইচ্ছার বিরুদ্ধে করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

ব্রিটিশ ভ্রমণ লেখক বেন হফলারের মতে, প্রকল্পটি স্থানীয় জেবেলিয়া সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন নয়। তিনি মনে করেন, এই প্রকল্প স্থানীয়দের স্বার্থের চেয়ে বহিরাগতদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে।

 

এই পর্বতে অবস্থিত ষষ্ঠ শতাব্দীর সেন্ট ক্যাথেরিনস মঠটির সঙ্গে গ্রিসের ধর্মীয় সংযোগ রয়েছে। এ কারণে মিশরীয় সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে গ্রিস সবচেয়ে জোরালোভাবে আপত্তি জানাচ্ছে। গত মে মাসে মিশরের একটি আদালত রায় দেয় যে, বিশ্বের প্রাচীনতম এই খ্রিস্টান মঠটি সরকারি জমির ওপর নির্মিত। এই রায়ের পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

 

এত বিতর্ক সত্ত্বেও মিশর সরকার দ্রুতগতিতে মেগা রিসোর্ট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন