ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক সংস্থাকে প্রবেশাধিকার দেওয়া হবে না জানিয়ে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিবিষয়ক সংসদীয় কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-র প্রতিনিধিদের ইরান সফর নিয়ে ছড়িয়ে পড়া গুজব অস্বীকার করেন। তিনি বলেন, আইএইএ’র যেসব প্রতিনিধিদল আগামী সপ্তাহে তেহরান সফর করবে, তারা কেবল ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালাতে পারবে।
আজিজি স্পষ্টভাবে জানান, ইরানি পার্লামেন্টের একটি আইনের অধীনে, কোনো বিদেশি সংস্থা বা আইএইএ প্রতিনিধিকে পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে বিদেশি সংস্থার যোগাযোগ কেবলমাত্র প্রযুক্তিগত সহযোগিতার পর্যায়ে সীমাবদ্ধ থাকবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি জানান, আইএইএ-এর একটি কারিগরি প্রতিনিধিদল আগামী ১০ দিনের মধ্যে ইরান সফর করবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/এমএআর