বাংলাদেশ, জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ফোনালাপ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই মে ২০২৫ ০৩:৩৭:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

সোমবার (৫ই মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে। টেলিফোনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। 

 

পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সব পক্ষের সংযত থাকার ওপর জোর দেন। পাকিস্তান–বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। নিয়মিত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের ওপরও জোর দেয়া হয়।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন