বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়লেও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের উপস্থিতি নগণ্য বলে উঠে এসেছে এক নীতি সংলাপে। বক্তারা বলেছেন, পরিবারতান্ত্রিক রাজনীতির কারণেই সমাজে বৈষম্য তৈরি হয়েছে এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীকে ছোট করে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'নারী নেতৃত্ব, লৈঙ্গিক সমতা এবং রাজনৈতিক অঙ্গীকার' শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
আলোচকরা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান সব ক্ষেত্রেই নারীরা সামনের সারিতে ছিলেন। কিন্তু বিজয় অর্জনের পরপরই নারীদের পেছনের সারিতে ঠেলে দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোতে নারীদের ব্যবহার করা হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের রাখা হয় না।
বক্তারা টেকসই উন্নয়নের জন্য নারীর যোগ্য নেতৃত্বের ওপর জোর দেন এবং রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তনের আহ্বান জানান। আগামী নির্বাচনের আগে সংসদে নারী নেতৃত্ব বাড়ানোর বিষয়ে নতুন করে ভাবার পরামর্শও দেওয়া হয়।
ডিবিসি/এএমটি