সিনেমার তীর্থস্থান কান চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমজমাট এই আয়োজনের ৭৫তম আসরের পর্দা উঠলো মঙ্গলবার (১৭ই মে)। ১২ দিনের এই আয়োজন চলবে ২৮শে মে পর্যন্ত। স্বর্ণপামের জন্য এবার লড়বে বিভিন্ন দেশের ২২টি সিনেমা। উৎসবের এই বিশ্বমঞ্চে রয়েছে বাংলাদেশের সরব উপস্থিতি।
রূপালি পর্দায় গল্পের বৈচিত্র আর লালগালিচার জৌলুসের সম্মিলন ফরাসি উপকূল চলচ্চিত্রানুরাগীদের আনাগোনায় মুখর। বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং স্রেফ চলচ্চিত্র ভক্তরা।
৭৫তম আসরে স্বর্ণপামের জন্য লড়বে বিভিন্ন দেশের ২২টি সিনেমা। এ ছাড়া আঁ সার্তে রিগা বিভাগে থাকছে ২০টি সিনেমা।
তালিকায় আলোচিত সুইডেনের রুবেন উস্টলুন্ডের ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’, রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনগুইয়ের ‘আরএমএন’ এবং বেলজিয়াম ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়েরে ও লুক দারদেনের ‘টরি অ্যান্ড লকিটা’।
এছাড়া আ সার্তেঁ রিগা শাখায়, রাশিয়া ও ইউক্রেনের ছবি থাকায় বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে সবার। এ শাখায় নির্বাচিত হয়েছে রুশ পরিচালক কিরিল সেরেব্রেনিকোভের ‘চাইকোভস্কি’স ওয়াইফ’ ও ইউক্রেনের মাকজিম নাকোঞ্চনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’।
আসরে উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফ্রান্সের মিশেল আজনভিসুসের ‘কাপেজ’ বা 'কাট'।
কান চলচ্চিত্র উৎসবের ৩য় দিন বঙ্গবন্ধুর জীবনীনিভর্র বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রিমিয়ার প্রদর্শিত হবে। অনুষ্ঠানে অভিনেতা শুভ ও অভিনেত্রী তিশার পাশাপাশি অংশ নেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এছাড়া আয়োজনে অংশ নিতে ফ্রান্সে গেছেন বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এবারের আসরে রেড কার্পেটে হাঁটবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক ও লেখক বিধান রিবেরু।
এবারের আসরে প্রতিযোগিতার জন্য জমা পড়েছিলো মোট ২ হাজার ২০০ ছবি। এর মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
এবছর আজীবন সম্মাননা অনারারি পালম ডি অ'র পাচ্ছেন অভিনেতা ফরেস্ট হুইটেকার।