জেলার সংবাদ

পর্নো ভিডিও সংরক্ষণ ও প্রচারে জড়িত থাকার অভিযোগে ৫ জন আটক

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৬শে সেপ্টেম্বর ২০২১ ১১:৫৩:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পর্নো ভিডিও সংরক্ষণ ও প্রচারে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৫ সেপ্টেম্বর ) রাতে জয়পুরহাট পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। একইসঙ্গে পর্নো ভিডিও সংরক্ষণের কাজে ব্যবহৃত কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকির।

আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন (২৪), মাস্টারপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে রাজু (৩০), বুলুপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (৩২), চকগোপাল এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আবু দারদা (৩৫) ও পলিবাড়ি এলাকার বাপ্পা বর্মনের ছেলে পার্থ বর্মন (২৩)।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার তৌকির জানান, আটক ব্যক্তিরা এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি অর্থের বিনিময়ে হস্তান্তর করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পর্নো ভিডিও সংরক্ষণের কাজে ব্যবহৃত কয়েকটি কম্পিউটার জব্দ করাসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন