তারকার প্রোফাইলের সমস্ত ছবি এবং ভিডিও মুছে গিয়েছে। এই ঘটনা সম্পর্কে মিয়া খলিফার তরফ থেকে এখনও কোনও ব্যাখ্যাও পাওয়া যায়নি।
লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফা প্রয়াত! অন্তত তার ফেসবুক প্রোফাইল তাই বলছে। প্রোফাইল হ্যাক হয়েছে কি না জানা না গেলেও, কোনও এক অজ্ঞাত কারণে তার ফেসবুক প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়েছিল। খবর- আনন্দবাজার পত্রিকার।
মিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে প্রায় ৪২ লক্ষ অনুরাগী তাকে ফলো করেন। গত শনিবার আচমকা তার প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়। তাতে লেখা ছিল, 'রিমেম্বারিং মিয়া খলিফা।'
প্রোফাইল বিবরণে আরও লেখা ছিল, 'যারা মিয়াকে ভালবাসতেন তারা এই প্রোফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা পাবেন এবং মিয়াকে স্মৃতিতে মনে রাখবেন।' তার ভক্তরা এই খবর শুনে শোকাহত হয়েছিলেন।
পরে তাদের ভুল ভাঙে মিয়া খলিফার করা একটি টুইটে। টুইটারে তিনি একটি মিম শেয়ার করেন। টুইটে লেখা ছিল, 'আমি এখনও বেঁচে আছি। এখনও সুস্থ আছি।'
তারকার প্রোফাইলের সমস্ত ছবি এবং ভিডিও মুছে গিয়েছে। এই ঘটনা সম্পর্কে মিয়ার তরফ থেকে এখনও কোনও ব্যাখ্যা পাওয়া না যাওয়ায় রহস্য আরও বেড়েছে।
এর আগে ২০২০ সালেও এক বার মিয়ার মৃত্যুর ভুয়ো খবর সমাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। শুধু মিয়া নন, মর্গ্যান ফ্রিম্যান, সিলভেস্টার স্ট্যালোন, বিয়োন্সে, টম ক্রুজ, ব্র্যাড পিটের ভুয়ো মৃত্যুর খবরও ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।