বিবিধ

পর্যবেক্ষণকারী ক্যামেরা ভেঙেচুড়ে আবারও জেগে উঠলো যুক্তরাষ্ট্রের কিলাউয়া আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৮ই ডিসেম্বর ২০২৫ ১২:৪৬:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কিলাউইয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এই অগ্ন্যুৎপাতের ফলে লাভার তীব্র প্রবাহে আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী একটি দূরবর্তী ক্যামেরা ক্ষতিগ্রস্ত বা অকেজো হয়ে গেছে।

স্থানীয় সময় গতকাল (৭ই ডিসেম্বর) বা তার কাছাকাছি সময়ে এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। হাওয়াইয়ান ভলকানোস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, কিলাউইয়া ক্যালডেরার অভ্যন্তরে থাকা একটি ফাটল দিয়ে লাভা নির্গত হতে শুরু করে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ঘটনার পরপরই এলাকার পরিবেশ এবং লাভার গতিপথ পর্যবেক্ষণের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। তবে অগ্ন্যুৎপাতের প্রাথমিক পর্যায়েই লাভার প্রবাহ বা এর ফলে সৃষ্ট তাপের কারণে আগ্নেয়গিরির কার্যকলাপের ছবি তুলে রাখা একটি অত্যাবশ্যকীয় দূরবর্তী ক্যামেরা নিষ্ক্রিয় হয়ে যায়।

 

বিশ্বের অন্যতম সক্রিয় এই কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে এর আগেও বহুবার অগ্ন্যুৎপাত হয়েছে, যা প্রায়ই আশেপাশের জনবসতি এবং অবকাঠামোতে প্রভাব ফেলে। স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

 

তথ্যসূত্র রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন