ভারত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কীর্তনশিল্পী অদিতি মুন্সির বাজিমাত

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৫ই মে ২০২১ ০৫:০৬:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বড় জয় এনে দিয়েছেন যেসব তারকা,তাদের মধ্যে একজন কীর্তন শিল্পী অদিতি মুন্সি। ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা'র মাধ্যমে খ্যাতি পেয়েছিলেন। আর এবার প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়েই করেছেন বাজিমাত।

গান তার প্রাণে। অদিতি মুন্সির কণ্ঠে কীর্তন যেন আলাদা মাত্রা পায়। বুদ হয়ে শোনেন দর্শক-শ্রোতা।  

২০১৫ সালে ওপার বাংলার টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপায় অংশগ্রহণ করেন। সবার কাছে তুলে ধরেন কীর্তন গানকে। এরপরই তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়। দর্শকরা তাকে নাম দেন রাইকিশোরী।  

সেই গানের মেয়ে অদিতি মুন্সি এবার রাজনীতির ময়দানেও বাজিমাত করেছেন। প্রথমবলেই ছক্কা মারার মত তৃণমূলের হয়ে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জয়ী হয়েছেন। অদিতি মুন্সি প্রার্থি হন উত্তর ২৪ পরগনার রাজারহাট গোপালপুর আসনে। তিনি হারিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র এবং সাবেক বিধায়ক শমীক ভট্টাচার্যকে।  

রাজনীতিতে নবাগত হলেও যুব তৃণমূল নেতা স্বামীর কারণে দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যোগসুত্র রয়েছে অদিতির। তৃণমূলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গেল মার্চে মমতার হাত ধরে দলে যোগ দেন। এরপরই তাকে প্রার্থী করেন মমতা। 

তৃণমূলের প্রার্থী হয়েই ময়দানে নেমেছেন অদিতি মুন্সি।  জমজমাট প্রচারে কখনো ছবি এঁকেছেন, তো কখনও প্রচারের মঞ্চেই কীর্তন গেয়ে উঠেন। রিয়েলিটি শোয়ের মঞ্চে উত্থান যেই অদিতি মুন্সির, সেই জনতার জন্যেই এবার কাজ করতে চান জনপ্রিয় এই শিল্পী।

আরও পড়ুন