আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পশ্চিম তীরের হেব্রন ও রামাল্লায় পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ফটোসাংবাদিক মাহমুদ ওয়াদি। মঙ্গলবার (২রা ডিসেম্বর) এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হেব্রনের আবু দাজান এলাকায় ১৭ বছর বয়সী মুহান্নাদ আল-জুগায়েরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, ওই কিশোর গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে দুই সেনাসদস্য আহত হন। আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহ জানান, কিশোরটি আহত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে একটি গাড়ির ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বর্তমানে তার মরদেহ ইসরায়েলি বাহিনীর জিম্মায় রয়েছে।

 

অন্যদিকে, রামাল্লার উম্ম সাফা গ্রামের কাছে ১৮ বছর বয়সী মুহাম্মদ আসমার নামের আরেক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই কিশোর সেনাদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। হামাস এই ঘটনাকে 'বীরত্বপূর্ণ' আখ্যা দিয়ে একে দখলদারিত্বের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে।

 

এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার মধ্য খান ইউনিসে একটি ড্রোন হামলায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক মাহমুদ ওয়াদি নিহত হন। ওয়াফা নিউজ এজেন্সির তথ্যমতে, একই হামলায় সাংবাদিক মুহাম্মদ আবদেল ফাত্তাহ আসলিহ আহত হয়েছেন।

 

পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনীর অভিযান ও ধরপাকড় অব্যাহত রয়েছে। হেব্রনের তিনটি হাসপাতালের আশপাশে অভিযান চালানোর পাশাপাশি বেথলেহেমের আল-ওয়ালাজা গ্রামে দুটি ফ্লাট গুঁড়িয়ে দিয়েছে তারা। এছাড়া নাবলুসে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা ফিলিস্তিনিদের সম্পদে আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন