আন্তর্জাতিক

পশ্চিম তীরে হাজার হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৫:২৩:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে একটি গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় ৩,০০০ জলপাই গাছ ধ্বংস করেছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলের প্রধান।

গাজায় ইসরায়েলের যুদ্ধের আবহে সমগ্র অঞ্চলজুড়ে ফিলিস্তিনিরা যখন সহিংসতার শিকার হচ্ছেন, তখনই এই ঘটনা ঘটল।

 

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, রামাল্লার উত্তর-পূর্বে অবস্থিত প্রায় ৪,০০০ বাসিন্দার গ্রাম আল-মুঘাইয়িরের ০.২৭ বর্গ কিলোমিটার (০.১ বর্গ মাইল) এলাকার জলপাই গাছ উপড়ে ফেলার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী একটি আদেশ জারি করে।

 

সেনাবাহিনীর পক্ষ থেকে এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে বলা হয়েছে যে, গাছগুলো গ্রামের জমির মধ্য দিয়ে যাওয়া একটি প্রধান ইসরায়েলি বসতি স্থাপনকারী সড়কের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল।

 

গ্রামের ডেপুটি কাউন্সিল প্রধান মারজুক আবু নাঈম ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে জানিয়েছেন যে, ইসরায়েলি সৈন্যরা শনিবার ভোর থেকে ৩০টিরও বেশি বাড়িতে অভিযান চালিয়েছে এবং বাসিন্দাদের সম্পত্তি ও যানবাহন ভাঙচুর করেছে।

 

কয়েক দশক ধরে, ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি জমি দখল এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টার অংশ হিসেবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে জলপাই গাছ উপড়ে ফেলছে।

 

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিম তীরেও ইসরায়েলি সামরিক বাহিনী এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন