জাতীয়

পাঁচটি করোনাভাইরাসের জীবন রহস্য উন্মোচন করেছে ঢাবি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে মে ২০২০ ০৪:১৩:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৫টি করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং বা জীবন রহস্য উন্মোচন করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়টির করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আন্তর্জাতিক তথ্যভাণ্ডার ‘গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা’ এই জিনোম সিকোয়েন্স গ্রহণ করেছে বলেও জানানো হয়। বাংলাদেশে করোনাভাইরাসের গতিপ্রকৃতি, উৎস ও বৈশিষ্ট্যের পরিবর্তন নির্ণয় করাসহ কার্যকর ভ্যাকসিন তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন গবেষকরা।

এই প্রকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ এবং উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ শিক্ষক ও বিজ্ঞানীরা যুক্ত আছেন।

গবেষণা দলটির নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান।

আরও পড়ুন