পাঁচদিন বন্ধ থাকার পর চালু হলো ঢাকার সাথে সিলেটের বিমান চলাচল। এদিকে সচল হয়েছে নেত্রোকোণার মোহনগঞ্জের সাথে ঢাকার রেল যোগাযোগ।
স্মরণকালের ভয়াবহ বন্যায় রানওয়েতে পানি ঢুকে পড়লে গেল ১৮ই জুন থেকে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে সিলেটের বিমান চলাচল। গেল দুইদিন থেকে বন্যার পানি নামতে থাকলে সচল হয় রানওয়ে।
এদিকে, আজ থেকে সিলেটের ওসমানী বিমানবনন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে। গত ২১ জুন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর কথা থাকলেও সোমবার ঢাকা থেকে সিভিল এভিয়েশনের একটি বিশেষজ্ঞ দল রানওয়ে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা জানান, আগামী ২২ জুন পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে ফ্লাইট ওঠানামা শুরু হবে।
অন্যদিকে, গেল শনিবার নেত্রোকোণার মোহনগঞ্জ ও অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ইসলামপুর এলাকায় বন্যার স্রোতে রেলসেতু ভেঙে গেলে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে রেল যোগাযোগ। পরে বন্যার পানি কমলে সেতুটি মেরামতের পর আজ সকাল থেকে পুনরায় শুরু হয় ঢাকার সাথে রেল যোগাযোগ।