অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ডিসেম্বর ২০২৪ ০৪:৫৮:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১১৬ রানেই গুটিয়ে দেয় যুব টাইগাররা। আর এই অল্প রান সহজেই তাড়া করে জয় তুলে নেয় বাংলাদেশ।

শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ঝোড়ো ফিফটিতে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশের যুবারা।

 

শুক্রবার (৬ই ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। ছোট লক্ষ্য তাড়ায় যুব টাইগাররা দেখেশুনে শুরুর পর স্ট্রাইকরেট বাড়িয়েছেন প্রয়োজনমতো। মাত্র ৩৯ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন গ্রুপপর্বে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করা তামিম। ফলে বাংলাদেশও ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি মাত্র ২২.১ ওভারেই জিতেছে।

 

যদিও ম্যাচটিতে পাকিস্তানি বোলারদের বোলিং তোপও ছিল দেখার মতো। ফলে প্রথম ৪ ওভারে বাংলাদেশ মাত্র ৪ রান তোলে। ষষ্ঠ ওভারে দলীয় ২০ রানে আউট হয়ে যান ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন। ১৪ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার জাওয়াদ আবরার ১৭ রানে বিদায় নেন দলীয় ২৪ রানে।

 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল: ৩৭ ওভারে ১১৬/১০ (রিয়াজউল্লাহ ২৮, ফারহান ৩২; মারুফ ২/২৩, ইকবাল ৪/২৪)

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: ২২.১ ওভারে ১২০/৩ (আজিজুল ৬১*, শিহাব ২৬; আলী রাজা ১/৪০, সুবহান ১/২৭)

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ইকবাল হোসেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন