অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিয়ে তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদির কাঁধে তুলে দেওয়া হলো পাকিস্তান ওয়ানডে দলের দায়িত্ব। সোমবার (২০শে অক্টোবর) রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘোষণা দেয়।
রিজওয়ানকে কেন সরানো হলো, সেই বিষয়ে পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পিসিবি কেবল জানিয়েছে, ইসলামাবাদে নির্বাচক কমিটি এবং সাদা বলের প্রধান কোচ মাইক হেসনের মধ্যে একটি বৈঠকের পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন অধিনায়ক শাহিন আফ্রিদির সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বের পূর্বের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর এক সপ্তাহের মধ্যেই তাকে টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরিয়ে বাবর আজমকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে রিজওয়ানের অপসারণ কিছুটা বিস্ময়কর মনে হতেই পারে হতে পারে। গত বছর ওয়ানডে অধিনায়কত্ব নেওয়ার পর থেকে তিনি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন (শীর্ষ রান সংগ্রাহকের চেয়ে মাত্র চার রান কম) এবং তার ব্যাটিং গড় ছিল প্রায় ৪২। ২০২৪ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানকে সিরিজ জিতিয়েছিলেন তিনি।
অন্যদিকে, ফর্মে থাকার পুরস্কার পেলেন শাহিন শাহ আফ্রিদি। গত বছর ওয়ানডেতে তিনি ছিলেন পাকিস্তানের শীর্ষ উইকেট শিকারী এবং দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় অ্যাওয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৩ বিশ্বকাপ শুরুর পর থেকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কোনো ফাস্ট বোলারের তার চেয়ে বেশি উইকেট নেই আর কারও।
ওয়ানডে অধিনায়ক হিসেবে আফ্রিদির প্রথম পরীক্ষা হবে আগামী মাসে। ফয়সালাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি দলকে নেতৃত্ব দেবেন।
ডিবিসি/এফএইচআর