আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এক চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ড এবং গণমাধ্যমের পরস্পরবিরোধী তথ্যে বিভ্রান্তি ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে। কখনও শোনা যাচ্ছে সালমান আলি আগারা বিশ্বকাপ বয়কট করবেন না, আবার পরক্ষণেই আসছে ভিন্ন খবর। শেষ পর্যন্ত জানা গেছে, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন পিসিবি চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ধারণা করা হচ্ছে, আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার নাগাদ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মূলত বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘটনার পর থেকেই বিশ্বক্রিকেটে এই তোলপাড় শুরু হয়। আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে ভারতে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বিশ্বকাপ না খেলার কঠোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিসিবি তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও আইসিসি তা নাকচ করে দেয় এবং নিরাপত্তা শঙ্কা ভিত্তিহীন বলে দাবি করে। আইসিসির আল্টিমেটাম উপেক্ষা করে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এই পুরো ঘটনায় শুরু থেকেই বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান। দল ঘোষণা করা সত্ত্বেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তারাও বিশ্বকাপ বয়কটের পথ বেছে নিতে পারেন। তবে বিষয়টি স্পর্শকাতর ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হওয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই পাকিস্তানের চূড়ান্ত অবস্থান পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: জিও নিউজ
ডিবিসি/এফএইচআর