পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ভারতীয় বিমান বাহিনী। সীমান্তবর্তী দুই রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবে হাই এলার্ট জারি করা হয়েছে। পাকিস্তানের সাথে এই দুই রাজ্যের সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দেয়া হয়েছে শ্যুট-এট-সাইট অর্ডার। এদিকে, ভারতের সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, পাকিস্তানে হামলায় একশর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনা তুঙ্গে। ভারতের হামলার পর প্রতিশোধের আগুনে পুড়ছে পাকিস্তান। অঙ্গীকার করেছে পাল্টা হামলার। সেই আশঙ্কায় সবরকম প্রস্তুতি নিয়েছে ভারত।
পাকিস্তানের সাথে এক হাজার ৩৭ কিলোমিটার জুড়ে সীমান্ত রয়েছে ভারতের রাজস্থানের। হাই এলার্ট জারি করা হয়েছে এ রাজ্যে। সম্পূর্ণ সিল করা হয়েছে সীমান্ত। সন্দেহজনক কিছু দেখলেই নির্দেশ দেয়া হয়েছে শ্যুট-এট-সাইটের। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে ব্ল্যাক আউট।
পাঞ্জাবেও জারি হয়েছে হাই এলার্ট। এই দুই রাজ্যের সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। আকাশপথে দফায় দফায় টহল দিচ্ছে বিমানবাহিনী। কার্যকর করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। নিষিদ্ধ গণজমায়েত, বন্ধ রয়েছে স্কুল।
এমন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিং করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে পেহেলগামে সন্ত্রাসী কাণ্ডের জবাবে কেন্দ্রীয় সরকারের পালটা পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানায় সব দল।
বুধবার (৭ই মে) ভারত অপারেশন সিঁদুর পরিচালনার পর কাশ্মীর সীমান্তে ফের অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। সীমান্ত সংলগ্ন কুপওয়ারা, বারামুলা, উরি এবং আখনূর এলাকায় ব্যাপক গুলিবর্ষণের অভিযোগ তুলেছে ভারত। এসময় এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এদিকে, লাহোরে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এর জেরে করাচি, লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয়েছে।
দু'পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে টেলিফোনে কথা হয়েছে। উত্তেজনা চললেও কূটনৈতিক ও দ্বিপাক্ষিক চ্যানেলগুলো খোলা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অবশ্য কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানান নি তিনি।
ডিবিসি/ অমিত