আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে 'নিরাপত্তা ঝুঁকি' তত্ত্বে উত্তাল রাজনীতি, নিশানায় ইমরান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 'জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' হিসেবে অভিহিত করেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

আইএসপিআর-এর মহাপরিচালক দাবি করেন, ইমরানের সাম্প্রতিক বক্তব্য দেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে।

 

বিশ্লেষকদের মতে, পাকিস্তানে 'জাতীয় নিরাপত্তা' শব্দটি প্রায়ই একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। অতীতে বেনজির ভুট্টো থেকে শুরু করে নওয়াজ শরীফকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ইমরান খান এখন সেই তালিকার নতুন সংযোজন, যা আসন্ন রাজনৈতিক অধ্যায়ে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন