পাকিস্তানের বন্যা কবলিত দক্ষিণাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে উদ্ধার তৎপরতার সময় একটি নৌকা ডুবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ই সেপ্টেম্বর) মুলতান জেলায় বন্যার্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে অধিকাংশ যাত্রীকে বাঁচানো সম্ভব হলেও পাঁচজন প্রাণ হারান।
পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদের তথ্যমতে, রবি, শতদ্রু এবং চেনাব নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রদেশের ৪,১০০ টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কর্তৃপক্ষ ৪২৩টি ত্রাণ শিবির, ৫১২টি চিকিৎসা কেন্দ্র এবং ৪৩২টি পশু চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছে। ইতোমধ্যে দেড় মিলিয়নেরও বেশি গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হিসেব বলছে, জুন মাস থেকে পাকিস্তানে বর্ষাকালীন বন্যায় মৃতের সংখ্যা প্রায় ৯০০-তে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পাকিস্তানে এবারের বর্ষা আরও ভয়ংকর রূপ ধারণ করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এমএআর