আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুলাই ২০২৫ ১১:১৬:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পরিচয়পত্র দেখে বাস থেকে নামিয়ে পাঞ্জাবগামী অন্তত নয়জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার রাতে প্রদেশটির লোরালাই জেলার সীমান্তবর্তী সুর-দাকাই এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)।

 

সূত্র অনুযায়ী, পাঞ্জাবের দিকে যাওয়া দুটি যাত্রীবাহী কোচ এন-৭০ মহাসড়কের কাছে পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি রাস্তা অবরোধ করে সেগুলোকে থামায়। হামলাকারীরা এরপর বাসে উঠে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) পরীক্ষা করে এবং বিশেষভাবে পাঞ্জাবের ঠিকানাযুক্ত পরিচয়পত্রধারীদের লক্ষ্যবস্তু বানায়। তারা বন্দুকের মুখে ১০ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

ঐ অঞ্চলের সহকারী কমিশনার নাভিদ আলম নয়জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মৃতদেহগুলো পাঞ্জাবে তাদের নিজ নিজ শহরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

 

একজন প্রাণে বেঁচে যাওয়া যাত্রী লেভিস বাহিনীকে জানান, "তারা ১০ জন যাত্রীকে টেনেহিঁচড়ে নামিয়ে নিয়ে যায়। আমরা যখন এলাকা ছাড়ছিলাম, তখন গুলির শব্দ শুনতে পাই।"

 

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিচ্ছিন্নতাবাদীরা প্রদেশটির তিনটি ভিন্ন স্থানে হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনী অপহৃত বাকি যাত্রীদের উদ্ধারে এবং হামলাকারীদের ধরতে একটি বড় আকারের তল্লাশি অভিযান শুরু করেছে।

 

পরে, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)-এর একজন মুখপাত্র এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেন।

 

তথ্যসূত্র ডন

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন