আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে ভারি বৃষ্টির পর বন্যায় দুইদিনে ৩২ জনের মৃত্যু

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে জুন ২০২৫ ১১:৫০:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের চার প্রদেশে ভারি বৃষ্টির পর বন্যায় দুইদিনে ১৬ শিশুসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় প্রাণ হারিয়েছেন ১৯ জন, পাঞ্জাব প্রদেশে ৫, সিন্ধে ৪ জন এবং বেলুচিস্তানে মারা গেছেন আরও ৪ জন।

এদিকে, খাইবার পাকতুনখোয়ায় একই পরিবারের ৯ জন বন্যার পানিতে ভেসে মৃত্যুর ঘটনায় সোয়াত প্রশাসন এবং জরুরি উদ্ধার বিভাগের চার উর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।

 

বন্যার আশঙ্কায় মসজিদের মাইকে করে আগেই সতর্ক করা হয়েছিল বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। এরপরেও কী করে এ দুর্ঘটনা হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এর আগে শনিবারও পাকিস্তানজুড়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। আগামী কয়েকদিনও এমন আবহাওয়া থাকবে। যেকারণে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কাই করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন