আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে শীর্ষ বিরোধী নেতাদের ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০১:০০:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৩ সালে সামরিক স্থাপনা লক্ষ্য করে দাঙ্গার অভিযোগে দেশটির জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতাসহ ১৬৬ জনকে দোষী সাব্যস্ত করেছেন পাকিস্তানের ফয়সালাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত । বৃহস্পতিবার (৩১শে জুলাই) দেয়া আদালতের আদেশ অনুসারে, সংসদ সদস্য এবং জ্যেষ্ঠ নেতাসহ ৫৮ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং বাকিদের এক থেকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সংসদ সদস্য ও জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খান এবং সিনেটের বিরোধীদলীয় নেতা শিবলি ফারাজ। তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের আদেশে বলা হয়েছে, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই সাজা দেয়া হয়েছে।’

ইমরান খানের দল পিটিআই এক বিবৃতিতে জানিয়েছে, ছয়জন জাতীয় সংসদ সদস্য, একজন সিনেটর ও একজন প্রাদেশিক সংসদ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এর আগে গত সপ্তাহেও বেশ কয়েকজনকে একই মামলায় দণ্ডিত করা হয়।

দলটির চেয়ারম্যান গহর আলী খান সাংবাদিকদের বলেন, ‘আমরা উচ্চ আদালতে এটিকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি। এই ধরনের রায় গণতন্ত্র এবং সামগ্রিকভাবে দেশের জন্য খারাপ।’

২০২৩ সালের ৯ মে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করে পিটিআই সমর্থকরা। বিক্ষোভ এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে ও দাঙ্গায় রূপ নেয়। বিক্ষোভকালে সামরিক স্থাপনা ও রাষ্ট্রীয় মালিকানাধীন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এমনকি লাহোরে সেনা কমান্ডারের বাসভবনেও আক্রমণ করা হয়। দাঙ্গার পর দেশজুড়ে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়। পিটিআইর হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন